খুলশীতে অটোরিকশা চালক খুন: যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় অটোরিকশা চালক মো. বেলাল খুনের ঘটনায় মো. রায়হান (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় খুনের ঘটনায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার মো. রায়হান খুলশী থানার ঝাউতলা নালাপাড়া আবহাওয়া অফিস এলাকার মো. আলীর ছেলে।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন সরওয়ার বলেন, বেলাল খুনের ঘটনায় জড়িত রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে শনিবার রাত দশটার দিকে টাইগারপাস থেকে ঝাউতলা বটগাছ রুটে চলাচল করা অটোরিকশা লেন নিয়ন্ত্রণ নিয়ে ঝাড়ু বাবুল গ্রুপ ও মিজান গ্রুপের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ঝাড়ু বাবুলের কর্মীরা মিজান গ্রুপের মো. বেলালকে (৩২) ছুরিকাঘাত করে। পরে তার মৃত্যু হয়। বেলাল পেশায় গাড়িচালক ছিলেন। এর বাইরে রাজনৈতিক কর্মসূচিতে লোকজন নিয়েও অংশ নিতেন তিনি।

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top