‘খুনি মামুন্নের ফাঁসি চাই’ স্লোগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যাকাণ্ড

রাউজান প্রতিনিধি: ‘খুনি মামুন্নের ফাঁসি চাই’ স্লোগানে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের মূলহোতা, পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া দক্ষিণ রাউজানের ত্রাস, খুনি আরফাত মামুনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দক্ষিণ রাউজানের বাসিন্দারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে মামুনের নিজ এলাকা রাউজান উপজেলার ব্রাহ্মণহাটে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ব্রাহ্মণহাট হতে শুরু করে পূর্বে মোতালেব টেক পশ্চিমে শাহ আমানত কনভেনশন সেন্টার পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় ব্রাহ্মণহাট বাজারে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা।

রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার।

রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল বশর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম, যুবদল নেতা সেলিম উদ্দিন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, বিএনপি নেতা নেজাম উদ্দীন, আবু জাফর, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজম, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, আরাফাত রানা।

এসময় বক্তারা সদ্য গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত আরফাত মামুনের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় সংগঠিত সব অপরাধের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কুখ্যাত খুনি আরাফাত মামুনকে গ্রেপ্তার করায় মানববন্ধন থেকে প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, রাউজান এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহরণকারী, বিভিন্ন মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আরফাত মামুনকে রাউজান থানা পুলিশ গত ৫ মার্চ ভোরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়া এলাকার তার তার মামার বাড়ি থেকে তার সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ১টি রাম দা, ১টি বিদেশি রিভলবার , ৫ রাউন্ড গুলি এবং ১টি দেশিয় (এলজি), ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। মামুনের বিরুদ্ধে রাউজান থানা, সিএমপির চকবাজার, চান্দগাঁও থানায় ৮ টি মামালা রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম সেবা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামিরা নোয়াপাড়া এলাকার বাসিন্দা শুঁটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ রয়েছে।

চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ

Scroll to Top