পড়া হয়েছে: ৩১
সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের কেশখোলা নামক সংরক্ষিত বনে এক পুরুষ হাতিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
সোমবার রাতেখুটাখালী বনবিট কর্মকর্তা মুবিনুল হক বাদী হয়ে চকরিয়া থানায় এই মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গুলি করে বন্যহাতি হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।