খুটাখালীতে ফের বন্যহাতি অসুস্থ,চিকিৎসা দিচ্ছে বনবিভাগ

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের ছনখোলার আগা নামকস্থানে ফের অসুস্থ হয়ে পড়ে থাকা বন্যহাতিকে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ। সুস্থ হয়ে বনে না ফেরা পর্যন্ত হাতির পাশে বসানো হয়েছে পাহারা ও টহল দল।

শনিবার (১০ জুন) সকালে খুটাখালী বনবিটের ছনখোলা নামক স্থানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন বনের পাহারা দল। খবর পেয়ে একইদিন দুপুরে হাতিটিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন খুটাখালী বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুবিন।

তবে স্থানীয়রা জানান, গত কদিন পূর্বে গোদার ফাঁড়ি- আম বাগান এলাকায় হাতিটি খাদ্য সংগ্রহে আসে। বাগান মালিক হাতিটি তাড়ানোর জন্য গুলি করে। হয়তো গুলিখেয়ে হাতিটি পূর্বদিকে চলে যায়।পরে  ছনখোলা নামক জঙ্গলে আঘাতের যন্ত্রণায় পড়ে রয়েছে বলে ধারনা করেছেন তারা।

ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, বনের ভিতর একটি হাতি অসুস্থ হয়ে পড়ে আছে শুনে সকালে ঘটনাস্থলে যায়। হাতিটি স্বাভাবিক অসুস্থতা ভোগছে মনে হচ্ছে, কারণ এখনো হাতির আঘাতের চিহ্ন দেখা যায়নি। অবস্থা পর্যবেক্ষণ করে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি চিকিৎসককে খবর দেয়া হয়। চিকিৎসক দল এসে হাতিটির চিকিৎসা শুরু করেন।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জানান, চিকিৎসা শুরুর পর থেকে আমাদের লোকজন সবসময় হাতিটির কাছাকাছি অবস্থান করছে। সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছি ওই এলাকায়।

Scroll to Top