খুটাখালীতে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বৃহত্তর ৬নং ওয়ার্ড থেকে ২০২৩ সালের (২৮ জুলাই) প্রকাশিত এসএসসি সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান মুন্সি।

শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে ইউনিয়নের পুর্বপাড়া সড়কে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক মোঃ ইমরান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এসএম মনজুর।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।

প্রধান বক্তা অধ্যক্ষ এসএম মনজুর বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষর্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আজকের আয়োজন। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানের বিশেষ বক্তা এম বেলাল আজাদ বলেন, ২০২৩ সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মেধা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ জীবন গড়ে এদেশের পথ-হারা মানুষের পাশে দাঁড়াতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে কিশলয় স্কুলের প্রাক্তন শিক্ষক ছৈয়দ আকবর, খুটাখালী আলফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার শিক্ষক শাহাব উদ্দীন আরমান, ব্যবসায়ী শামসুল আলম, নারী ইউপি সদস্য শারমিন সোলতানা লালু, খুটাখালী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদ রাশেল, সাংবাদিক সেলিম উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

অনুষ্টানে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও শিক্ষক এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Scroll to Top