খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা বিএনপির

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে সমাপ্ত হয়েছে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামে নেতৃত্ব দেওয়া এক সংগ্রামী জীবনের অধ্যায়।

তাইতো লড়াকু এই দলীয় প্রধানের মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে এ কর্মসূচির কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করবেন। একই সঙ্গে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান কার্যালয়ে শোকবই খোলা থাকবে বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ 

Scroll to Top