চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।
কিছুক্ষণ পরই তারা খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।
মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত নেওয়া জরুরি হয়ে পড়েছে। আগত চিকিৎসকদের বেশিরভাগই চীনের নাগরিক।
সোমবার এক অনুষ্ঠানে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া সিসিইউতে আছেন। আগের মতো আজও তার চিকিৎসা চলছে। এটাই সবশেষ আপডেট। অন্য যে যাই বলুক, কেউ যেন বিভ্রান্ত না হয়।
তিনি আরও বলেন, যদিও তিনি সঙ্কটের মধ্যে, গুরুতর অসুস্থ। কিন্তু গতকাল পর্যন্ত যে শারীরিক অবস্থায় ছিলেন আজও সে রকমই আছেন।
বিভ্রান্তির বিষয়ে রিজভী বলেন, নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেয়। আমি যেটা বললাম এটাই হলো খালেদা জিয়ার সবশেষ আপডেট।
চাটগাঁ নিউজ/এমকেএন






