খালেদা জিয়ার অসুস্থতায় ‘উদ্বেগ’ শেখ হাসিনার!

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, একটি ইমেইল সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন শেখ হাসিনা।

খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন, সেখানে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। দুই বছর পর মহামারির প্রেক্ষাপটে শর্তসাপেক্ষে তাঁর সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়। সে সময় তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার আবেদন জানানো হলেও সরকার সে অনুমতি দেননি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় খালেদা জিয়া পূর্ণ মুক্তি পান এবং দুর্নীতি মামলায় আদালত থেকে খালাস লাভ করেন।

অন্যদিকে, আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top