চাটগাঁ নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি মেরামত সম্পন্ন হয়েছে। যদিও আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না তাঁকে।
৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে এবং মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে আগামী রোববার তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
মূলত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে গেছে।
বিএনপির মিডিয়া সেল শুক্রবার বিকেলে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক পেজে বিএনপির মিডিয়া সেল জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।
একই পেইজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
এরই মধ্যে কাতারের দোহা থেকে বার্তা এসেছে, খালেদা জিয়াকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলকভাবে কাতারের আকাশে কয়েকবার উড্ডয়নের পর শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
এদিকে, শুক্রবার বেলা ১২টার কিছু আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে তার দেশে ফেরা। ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। আজ শুক্রবার তাঁকে লন্ডনে নেওয়ার কথা ছিল।
গত ৪ দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার দেশের বিভিন্ন মসজিদে বাদ জুমা বিশেষ মোনাজাত করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ






