খাবারে কেমিক্যাল : জরিমানা গুনল ফুলকলি, বনফুলসহ ৬ প্রতিষ্ঠান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় খাবারে কেমিক্যাল ব্যবহারসহ নানা অপরাধে ফুলকলি, বনফুল ও নিউ শাহী বেকারিসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে নিউ শাহী বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় অবস্থিত ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ মিষ্ঠান্ন দ্রব্য বিক্রি এবং পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া নানা অপরাধে ৬ প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ওয়ারলেস এলাকায় নিউ শাহী নামে একটি বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন রং এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এর আগে গত ১১ নভেম্বর তারিখেও ওই বেকারিতে অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়।

এছাড়া কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকায় ক্যাফে আল মক্কা হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ এবং অবৈধ প্রক্রিয়া খাবার উৎপাদন করায় ১০ হাজার টাকা ও বাসি মিষ্টি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণের জন্য জাহাঙ্গীর ফুডসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘন করায় নূর সুইটসকে ৭ হাজার এবং বনফুলকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top