খাতুনগঞ্জে কাঠের গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ-মরিচ গুড়ো

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে তিনটি কারখানায় কাঠের গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল মরিচ ও হলুদের গুঁড়ো। খবর পেয়ে আজ বুধবার (৫ জুন) দুপুরে এসব কারখানায় অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সকালে খাতুনগঞ্জের সেবা গলিতে অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ। অভিযানে চট্টগ্রাম নগর পুলিশের একটি দল সহযোগিতা করে।

কর্মকর্তারা জানান, অভিযানে গেলে মসলা কারখানার মালিকেরা কারখানা বন্ধ করে পালিয়ে যান। পরে কারখানায় ঢুকে দেখা যায়, ক্ষতিকর রং, কাঠের গুঁড়া মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়ো তৈরি করা হচ্ছিল।

নগরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মালিকেরা রঙের কৌটা সরিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে যান। কারখানা থেকে নমুনা সংগ্রহ করে সিলগালা করে দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top