খাতুনগঞ্জে এলাচের গুদামে শ্রমিকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের খাতুনগঞ্জে এলাচের গুদামে দেওয়া কীটনাশকের বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনা গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। নিহত মাসুদের (২৮) গ্রামের বাড়ি কুমিল্লা হলেও তিনি নগরীর কোতোয়ালী এলাকায় বসবাস করতেন । আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাবে তাদের নাম-পরিচয় জানা যায় নি৷

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে খাতুনগঞ্জের একটি গুদামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, ওই গুদামে পোকার জন্য একটা ওষুধ দেওয়া হয়েছিল। সাধারণত এরকম ওষুধ দিলে তিনদিন গুদাম বন্ধ রাখতে হয়। এরমধ্যে সম্ভবত সেখানে ২-৩ জন শ্রমিক পণ্য ডেলিভারির জন্য যাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজন মারা গেছেন। শুক্র-শনিবার বন্ধ থাকায় আমি যাই নি, তাই বিস্তারিত জানি না এখনও।

খাতুনগঞ্জের এক মসলা ব্যবসায়ী বলেন, গুদামটি ছিল মূলত এলাচের। পণ্য বেশি পুরোনো হয়ে গেলে পোকার আক্রমণ ঠেকাতে ব্যবসায়ীরা কীটনাশক ব্যবহার করেন। নবী মার্কেটের ওই গুদামেও কীটনাশক দেওয়া হয়েছিল।

এদিকে, খাতুনগঞ্জের ওই শ্রমিক ডায়রিয়াজনিত কারণে মারা গেছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি বলেন, এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের নিজেদের মধ্যে মিটমাট হয়ে গেছে, আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। ডায়রিয়াজনিত ঘটনায় মারা যাওয়ায় পুলিশ কেস করেনি, তাই মরদেহ দিয়ে দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top