নিজস্ব প্রতিবেদক: সিপ্লাস টিভির সংবাদ প্রচারের ৫ ঘন্টার মধ্যে চট্টগ্রাম নগরীর খাজারোডস্থ মাদ্রাসার হেফজখানা থেকে নিখোঁজ হওয়া সেই দুই শিশু উদ্ধার হয়েছে।
জানা যায়, নিখোঁজ হওয়া শিশু দুটিকে চট্টগ্রাম রেল স্টেশনে ঘুরতে দেখায় সেখান থেকে কিছু যুবক পুলিশের সহযোগিতায় কোতোয়ালী জেল রোডে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশু ও যুব সমাজের স্বার্থে কাজ করা বেসরকারি এনজিও অপরাজেয়-বাংলাদেশের শেল্টার হোমে আশ্রয় দেয় এবং সিপ্লাস টিভিতে ভিডিও প্রচারের পর চান্দগাঁও থানা ও কোতোয়ালী থানা পুলিশ সেখানে গিয়ে শিশু দুটির সন্ধান পায়। এবং সেই দুই শিশু উদ্ধার করে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট বাসায় যাওয়ার কথা বলে শিশু দুটি চান্দগাঁও খাজারোডে অবস্থিত ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানা থেকে পালিয়ে যায়। মুলত বাসায় গেলে বাবা মারবে সেই ভয়েই তারা আর বাসায় যায় নি।
বিস্তারিত দেখুন সিপ্লাস টিভিতে……………………………
চাটগাঁ নিউজ/টিপু/এমকেএন