খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব পালনে মানা
ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক: দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

আজ সোমবার (৭ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে বলা হয়েছে— খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এসব অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সকল প্রকার কার্যক্রম বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আমরা মন্ত্রণালয় থেকে বিকেলে একটা চিঠি পেয়েছি। উনাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

এর আগে ২০২৪ সালে ৭ই নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ঘোষনা করে এক প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পরে জিরুনা ত্রিপুরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top