চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে গুলি করে এক কর্মীকে হত্যার অভিযোগ এনেছে ইউপিডিএফ।
রোববার (২৭ জুলাই) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক শ্যামল চাকমা এ অভিযোগ করেন।
সংগঠনটি বলছে, নিহত খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের জেলা কমিটির সদস্য। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়ার প্রয়াত ভাধ্যধন চাকমার ছেলে।
তবে পানছড়ি থানার ওসি জসীম উদ্দিন এমন হত্যাকাণ্ডের কোনো তথ্য না পাওয়ার কথা বলেছেন।
তিনি বলেন, “তবে বিষয়টি জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। কিন্তু মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।”
এ ঘটনার জন্য জেএসএসকে (সন্তু লারমা) দায়ী করে গণতান্ত্রিক যুব ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে ২০ জনের একটি সশস্ত্র দল তার উপর হামলা ও গুলি চালায়।
খাগড়াছড়িতে জেএসএসের নেতাকর্মীরা প্রকাশ্যে না থাকায় এ ব্যাপারে সংগঠনটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন