খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে ব্রাশফায়ার 

সড়ক অবরোধের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর একটি সশস্ত্র ডেরায় ব্রাশফায়ার করেছে প্রতিপক্ষের একটি সন্ত্রাসী দল। এতে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে প্রতিপক্ষের একটি দল লতিবান এলাকার গহীন অরণ্যে অবস্থিত ইউপিডিএফ প্রসিত গ্রুপের সশস্ত্র ডেরায় ব্রাশফায়ার করে।নিহতরা সবাই ইউপিডিএফের সহযোগী অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন- সিজন চাকমা (৫০), শাসন ত্রিপুরা (৩৫) ও জয়েন চাকমা (২২)। ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউপিডিএফের তিনজন সদস্য নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা।

এদিকে হতাহতের ঘটনার জেরে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা আগামীকাল ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) খাগড়াছড়ি জেলা জুড়ে সড়ক অবরোধের ডাক দিয়েছেন। সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের জন্য খাগড়াছড়ি জেলার সকল যানবাহন মালিক-শ্রমিক সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই বিষয়ে ইউপিডিএফের পক্ষ থেকে তিনি একটি বিবৃতিও দিয়েছেন।

পানছড়ির স্থানীয় বাসিন্দারা জানান, ইউপিডিএফ নিয়ন্ত্রিত পানছড়ি এলাকায় আধিপত্য বিস্তার ও দখল নিতে প্রতিপক্ষ গ্রুপগুলো বিগত কয়েক বছর ধরে নানান অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সেই সূত্র ধরে আজকের এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

চাটগাঁ নিউজ/আলমগীর/জেএইচ

Scroll to Top