খাগড়াছড়িতে ২ আ’লীগ নেতা গ্রেপ্তার 

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরাসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের মতবিনিময় সভা থেকে ফেরার পথে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা (৪৮) ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মো. এরশাদ (৩৭)।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ঘনশ্যাম ত্রিপুরা ও এরশাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top