পড়া হয়েছে: ৫০
চাটগাঁ নিউজ ডেস্কঃ বিএনপির ডাকা হরতালের সমর্থনে খাগড়াছড়িতে সড়কে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে নেতাকর্মীরা।
শনিবার (৬ জানুয়ারি) সকালে জেলা শহর ও বিভিন্ন স্থানে জেলা বিএনপি, জেলা মহিলা দল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে, মিছিল ও পিকেটিং করে।
এ সময় আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে তা বর্জনের পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা।
এদিকে অবরোধেরে কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন