খাগড়াছড়িতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর দুই দফা অভিযানে শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমা নিহত হয়েছেন। এ সময় অস্ত্রসহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।

পরে ইসমাইলের দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিনগর এলাকায় কংচাই মারমাকে ধরতে আরেকটি অভিযান চালায় সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কংচাই তিনতলা ভবনের ছাদ থেকে গুলি চালান। পরবর্তীতে পালানোর পথ না পেয়ে ছাদ থেকে লাফ দেন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ৯ মিমি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, কংচাই মারমা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক অপহরণের সঙ্গে জড়িত ছিল। পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top