পড়া হয়েছে: ৫৮
চাটগাঁ নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে বালুবাহী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল কাদের চৌধুরী নিহত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের হাসপাতাল সড়কে এই দুর্ঘটনা ঘটলে বিকেলে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তানভীর হাসান চাটগাঁ নিউজকে জানান, “সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে বিকেল ৫ টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করে খাগড়াছড়ি সদর থানার হেফাজতে রাখা হয়েছে”।
চাটগাঁ নিউজ/এসবিএন