পড়া হয়েছে: ৫৭
চাটগাঁ নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে মাদক চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগে বিমল চাকমা নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি পুলিশ। এইসময় তার কাছ থেকে ১৫ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলা সদর ও সীমান্তবর্তী উপজেলা পানছড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর চাটগাঁ নিউজকে জানান, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা সিগারেট সরবরাহ করে আসছিলো অভিযুক্ত বিমল চাকমা। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে আমরা তাকে আটক করতে সক্ষম হয়। মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো ব্যবস্থা চলছে। ঘটনার সাথে জড়িত চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানান পুলিশ সুপার।
চাটগাঁ নিউজ/এসবিএন