চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ি দীঘিনালায় মাইনি নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারি পাড়া এলাকার মাইনি নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, তারা কাজ করতে গিয়ে নদীর ধারে গেলে অজ্ঞাতনামা ব্যাক্তির মরদেহ দেখতে পান। পরে মেম্বার-চেয়ারম্যানকে অবগত করেন। এরপর প্রশাসনকে অবগত করা হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় জনপ্রতিনিধি বিকাশ চাকমা জানান, মাইনি নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে আমরা প্রশাসনকে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, খবর পেয়ে অজ্ঞাতনামা একটি মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষ হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন