খাগড়াছড়িতে দুর্বৃত্তের হামলায় ৩ মোটরসাইকেল আরোহী আহত

চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি-পানছড়ি সড়কের লতিবান ব্রিজের কাছে তিন মোটরসাইকেল আরোহীকে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন- পানছড়ি উপজেলার দমদম গ্রামের মো. আজাদ হোসেন বাবু (২২), কলোনি পাড়া এলাকার মো. সোহাগ (২৩) ও মধ্যনগর এলাকার আব্দুর রহিম (২৪)।

জানা গেছে, খাগড়াছড়ি শহর থেকে কাজ সেরে পানছড়ি যাওয়ার পথে লতিবান ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন তিন মোটরসাইকেল আরোহী। তাদেরকে মোটরসাইকেল আটকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পানছড়ি হাসপাতালে পাঠায়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীন জানান, তিনজন মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা নিয়ে য়ায়। তারা বর্তমানে পানছড়ি হাসপাতালে রয়েছেন। তারা সুস্থ হলে অভিযোগ পাওয়া মাত্র পুলিশ ঘটনা তদন্তে কাজ করবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top