চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে মো. চান মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হারেজ মিয়া নামে আরো এক ব্যক্তি গুরুতর আহত হন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের দাতকুপ্যা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত চাঁন মিয়া জেলার মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মো. সুলতান মিয়ার ছেলে। অন্যদিকে সাথে থাকা ট্রাক্টরের মালিক হারেজ মিয়া আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে ট্রাক্টরের মালিক হারেজ মিয়ার সঙ্গে দিনমজুর হিসেবে কাজ করতে ট্রাক্টর নিয়ে জেলা সদরের দাতকুপ্যা এলাকায় যান চাঁন মিয়া। জমি চাষ শেষে বেলা ১১টার দিকে ফেরার পথে রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এ সময় চালক চাঁন মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়েন। গুরুতর আহতাবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হন ট্রাক্টরের মালিক হারেজ মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ওসি মো. রফিক বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
চাটগাঁ নিউজ/জেএইচ