পড়া হয়েছে: 220
			
চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়িতে ছেলের হাতে খুন হয়েছে জন্মদাতা পিতা। সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মূয়রখীল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম বিনোধ বিহারী মজুমদার। ঘটনার পর থেকে ঘাতক ছেলে খোকন মজুমদার পলাতক রয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গতকাল গভীর রাতে ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। তবে এখনো ঘটনরা বিস্তারিত জানতে পারিনি।
যতদূরে জেনেছি জমি বিক্রির টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এ্র থেকে ঘটনার সূত্রপাত হতে পারে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। হাসপাতালে নেওয়ার পর বিনোধ বিহারীর মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ

 
															
 
								




