খাগড়াছড়িতে ইউপিডিএফ-সেনাবাহিনীর গোলাগুলি, অস্ত্র উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় ইউপিডিএফের (প্রসিত গ্রুপের) সশস্ত্র সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সন্ত্রাসীরা হামলা চালালে এ গোলাগুলির সূত্রপাট ঘটে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি টহল দল জগাপাড়া এলাকায় সন্দেহভাজন একজন ইউপিডিএফ সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় পাড়ায় অবস্থানরত সংগঠনটির ১৫-২০ জনের একটি সশস্ত্র দল সেনাবাহিনীর টহল দল লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

পরে সেনা সদস্যরা সেখান থেকে একটি রাশিয়ান পিস্তল, দুইটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। তবে দুর্গম এলাকার সুবিধা নিয়ে সশস্ত্র দলটি পালিয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top