পড়া হয়েছে: ৫৬
চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়িতে ঢিল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ অবস্থান করলেও তিনি আহত হননি। তবে গাড়ির পিছনের গ্লাস ভেঙে যায়।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
দীঘিনালা উপজেলা র্নিবাহি র্কমর্কতা মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ির উপর ইট পাটকেল মারলে গাড়ির কাঁচের গ্লাস ভেঙে যায়। গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও গাড়ির চালক অক্ষত আছেন।
দীঘিনালা উপজেলা র্নিবাহি র্কমর্কতা মো. মামুনুর রশিদ বলেন, গাড়ির উপর ইট পাটকেল মারলে গাড়ির কাঁচের গ্লাস ভেঙে যায়। গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও গাড়ির চালক অক্ষত আছেন।
চাটগাঁ নিউজ/এমএসআই