ক্ষমতায় গেলে এক কোটি তরুণের কর্মসংস্থান নিশ্চিত করা হবে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে দেশের এক কোটি তরুণের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৯ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি আইসিসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণ সমাজকে এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, তরুণদের সৃজনশীলতা, দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন বন্দোবস্ত করা হবে। জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে তরুণদেরকে সমন্বিত করা ছাড়া বিকল্প কোন পথ নেই। দেশের অর্থনীতিতে গণতন্ত্র চালু করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে যদি ডেমোক্রেটাইজেশন না করা হয়, তাহলে রাজনীতি, সমাজনীতিতে উন্নয়ন হবে না।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ব্যবহারিক জীবনমুখী করতে হবে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার সাথে বাস্তব জীবনের যথেষ্ট গরমিল। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সাথে শিল্পখাত বলতে গেলে সম্পর্কহীন। আন্তর্জাতিক বিশ্বের শিক্ষা ব্যবস্থা তাদের ব্যবহারিক জীবনমুখী। চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। আমাদের দেশের অধিকাংশ লোক পকেটের পয়সা দিয়ে চিকিৎসা করান।

আমীর খসরু বলেন, চিকিৎসা খাতে জিডিপির ৫% ব্যয় করা হবে। এক জরিপে দেখা যায়, ব্যক্তিগত খরচে চিকিৎসা সেবার সূচকে বাংলাদেশ আফগানিস্তান থেকেও উপরে অবস্থান করছে। তাহলে সরকারের করণীয় কি? সরকারিভাবে দেশের মানুষ যাতে যেকোন ধরণের চিকিৎসা সেবা পায়- সেটি নিশ্চিত করা হবে। কৃষি খাতে বিনিয়োগ বাড়ানো হবে এবং আন্তর্জাতিক টেক কোম্পানিগুলোর অফিস বাংলাদেশে স্থাপন করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

আমির খসরু আরও বলেন, বিএনপি আজ এমন এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে, যেখানে বিএনপি বিরোধীরা এসেও তাদের মতামত প্রকাশ করতে পারছেন। নির্বাচিত সরকার ছাড়া দেশে কখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- বিএনপির দপ্তর সম্পাদক শহিদ উদ্দিন এনি, হুম্মাম চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন।

সেমিনারে আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্লেষক আব্দুল্লাহ্-আল-মামুন, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক ডা. জাহেদ উর রহমান, ওরাকলের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির মুনীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহরিন খান, তরুণ অ্যাক্টিভিস্ট সাঈদ আবদুল্লাহ, চলচ্চিত্র পরিচালক ও সমাজকর্মী মাবরুর রশীদ বান্নাহ এবং পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ প্রমুখ।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top