চাটগাঁ নিউজ ডেস্ক : আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবে বিএনপি। এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১০ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
ওই সাক্ষাৎকারের প্রথমে খালেদা জিয়ার বিষয়ে উঠলে তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ। তিনি হাসপাতালে আছেন। বহু রোগে ভুগছেন তিনি। তার উন্নত চিকিৎসা দরকার। তবে এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়ার মতোও শারীরিক অবস্থা নেই। যদি সুস্থ হয়ে ওঠেন, তিনি অবশ্যই নির্বাচন করবেন। আমরা এখনই নির্বাচন করতে প্রস্তুত। তবে নির্বাচন কমিশন এখনো কলুষিত। সুতরাং আগে স্বাধীন নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দাবি টেনে উপস্থাপক মির্জা ফখরুলকে বলেন, জয় দাবি করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, এই বিষয়ে আপনার মতামত কি? জবাবে ফখরুল বলেন, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দল ও আর্মির সামনে জানিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সুতরাং এই দাবি সত্য নয়।
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উপস্থাপক বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ভাইয়ের মতো। আমরা নিকটতম প্রতিবেশী। দুই দেশের সম্পর্ক আগামীতে ভালো থাকবে এমনটা কি আমরা মনে করতে পারি? জবাবে ফখরুল জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবে বলে আমি বিশ্বাস করি। আর আমরা যদি ক্ষমতায় আসতে পারি, অবশ্যই ভারতের সাথে সম্পর্ক আরো উন্নয়ন করবো।
বিভিন্ন সংঘ্যালঘু গোষ্ঠীর ওপরে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাতিগতভাবে কারো ওপর হামলা করা হচ্ছে না। তবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে রুলিং পার্টির দমন পীড়নে অতিষ্ঠ নাগরিকরা এমন করে থাকেন। দুঃখজনকভাবে বাংলাদেশেও এমন ঘটেছে। এগুলো রাজনৈতিক। বাংলাদেশে অসাম্প্রদায়িকতা বজায়ে আছে।
চাটগাঁ নিউজ/এআইকে