ক্যালিফোর্নিয়ায় দাবানল, দেখা যাচ্ছে মহাকাশ থেকে

চাটগাঁ নিউজ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলসের প্রায় ২ হাজার ৯০০ একর জায়গা। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দাবানল দেখা যাচ্ছে মহাকাশ থেকে। মহাকাশে থাকা কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশন থেকে ধারণ করা একটি ছবিতে বিপর্যয়ের মাত্রা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অনেকে। মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে এটি।

এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

অগ্নিকাণ্ডের পরপরই তোলা স্যাটেলাইট ছবিতে সান্তা মনিকার কাছে আগুনের শিখা থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। এই বিশেষ ছবিটিতে নতুন কৌশল ব্যবহার করা হয়েছে। শর্টওয়েভ ইনফ্রারেড ব্যান্ডের সঙ্গে সত্যিকারের রঙের সমন্বয় করে আগুনের তীব্রতা ও ব্যাপ্তি বোঝানো হয়েছে এতে।

প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া আগুন গতকাল বুধবার বিকেলে হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নে ছড়িয়ে পড়ে। আরও ৫টি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ার কথা জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি।

জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক সেলিব্রিটির বাড়ি আগুনে পুড়ে গেছে। তাঁদের মধ্যে অনেকেই এখন ঘরহারা। অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনও দাবানলের জেরে গৃহহারা হয়েছেন।

এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখ ৩৭ হাজার মানুষকে। তারা এখন ঘরছাড়া। আরও বাড়িঘর পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top