ক্যারিবিয়ানে ব্যাটে-বলে আলো ছড়ালেন সাকিব

ক্রীড়া ডেস্ক: গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে না পারা সাকিব আল হাসান খেলছেন বিশ্বের বিভিন্ন লিগে। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো খেলছেন গ্লোবাল সুপার লিগেও (জিএসএল)। টুর্নামেন্টটিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে আগুনে পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। একক কৃতিত্বে জিতিয়েছেন দলকে।

জিএসএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে সাকিবদের দুবাইয়ের জয় ২২ রানে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করে দুবাই। দায়িত্বশীল ব্যাটিংয়ে অসাধারণ ফিফটি হাঁকান সাকিব। পরে ব্যাট করতে নামা সেন্ট্রাল থামে ৮ উইকেটে ১৪৩ রান করে। ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার সেই সাকিব।

এদিন, ৭ চার ও এক ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন সাকিব। বোলিংয়ে নিজের প্রথম ওভারে মেডেনসহ নেন দুইটি উইকেট দুটি। ইনিংসের পঞ্চম ওভার ছিল সেটি। একাদশ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন সাকিব। ওই ওভারে জশ ক্লার্কসনকে বোল্ড করেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

ব্যক্তিগত তৃতীয় ওভারে কোনো উইকেট পাননি সাকিব। যদিও রান দেন কেবল ৪, সেটিও বাই থেকে। নিজের কোটার শেষ ওভারে উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেন দেন এই বাঁহাতি স্পিনার। সবমিলিয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। অবধারিতভাবে হন ম্যাচসেরাও।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার একই ম্যাচে ব্যাটিংয়ে ফিফটি ও বোলিংয়ে ৪ উইকেট পেলেন সাকিব। এই কীর্তিতে আরও নাম আছে যুবরাজ সিং, বীরান্দিপ সিং, শোয়েব মালিক, ক্রিস গেইল, জেপি ডুমিনি ও মইন আলির।

এছাড়া টি-টোয়েন্টির কোনো ইনিংসে এই নিয়ে মোট ১৭ বার চার বা এর বেশি উইকেট সাকিব। ২০ বার পেয়ে এই তালিকায় তার ওপরে আছেন শুধু আফগানিস্তানের রাশিদ খান। ৫০০ উইকেটের মাইলফলকের কাছেও সাকিব। স্বীকৃত টি-টোয়েন্টিতে তার উইকেট এখন ৪৯৭টি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top