আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এর ভেতরে শ্রমিকবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে দৌলতপুর গেইটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কেইপিজেডের বিভিন্ন কারখানা ছুটি হলে চট্টগ্রাম শহরগামী একটি বাসে ওঠেন শ্রমিকেরা। বাসটি দৌলতপুর গেটের কাছাকাছি গেলে হঠাৎ উল্টে যায়। এতে হুড়োহুড়িতে অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কেইপিজেডের নিজস্ব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে কারও হাত, পা এবং মাথায় আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার পর আহতদের তাৎক্ষণিকভাবে কেইপিজেডের নিজস্ব হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান জানান, চট্টগ্রামমুখী একটি বাস দুর্ঘটনায় পড়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন