পড়া হয়েছে: ৫৩
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন পলোগ্রাইন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এইসময় গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২টি টিপ ছোরা ও একটি হাতপাঞ্জা জব্দ করা হয়।
এই বিষয়ে কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়দুল হক চাটগাঁ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসবিএন