কোতোয়ালীতে ‘মিষ্টি মেলা’ ও ‘মিঠাই’কে ৩৫ হাজার টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এলাকায় অবস্থিত মিষ্টি মেলা ফুড প্রোডাক্টস ও মিঠাই নামে দুটি মিষ্টান্ন বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও বিএসটি‌আই। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৯ জুন) পরিচালিত অভিযানে মিষ্টি মেলাকে বিএসটি‌আই সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করা ও পাউরুটি, বান, ফার্মেন্টেড মিল্ক দইয়ের মোড়কজাতকৃত মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন ৪০ কেজি দই জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া মিঠাই প্রতিষ্ঠানকে ফিঙ্গার টোস্ট নামক বিস্কুট পণ্যের অনুকূলে বিএসটি‌আই সিএম লাইসেন্স আছে বলে মিথ্যা তথ্য প্রদান করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন, এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাফিল জাহান, বিএসটিএ কর্মকর্তা রাজীব দাশগুপ্ত, ফিল্ড অফিসার (সিএম) সজীব চৌধুরী

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন বলেন জনস্বার্থে জেলা প্রশাসন চট্টগ্রাম এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top