চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজুদ্দিন বাজার এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) দিবাগত রাতে রিয়াজুদ্দিন বাজার চৈতন্য গলির রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিনের (৬২) বাড়ি সাতকানিয়ার গাটিয়াডেঙ্গায়। তিনি নগরের পাথরঘাটায় থাকতেন। তাঁর ১ ছেলে ও ১ মেয়ে।
তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য কামাল উদ্দিন খোকনের বড় ভাই। কামাল উদ্দিন খোকন বলেন, মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। গ্রামের বাড়িতে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে রিয়াজুদ্দিন বাজার কাঁচাবাজারে বিদ্যুতের একটি খুঁটির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সবজি পরিবহনকারী ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, রিয়াজুদ্দিন বাজারে ট্রাকের সাথে ধাক্কা লেগে ওই পথচারীর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন