কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক অবৈধ পার্কিং ও হকারমুক্ত করল চসিক

চাটগাঁ নিউজে সংবাদ প্রকাশের জের

নিজস্ব প্রতিবেদক : নগরীর কেসি দে রোডস্থ চট্টগ্রাম শহীদ মিনার ও সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের ওয়াকওয়ে জুড়ে ভাসমান দোকান ও প্লাজার নিচের সড়ক দখল করে গড়ে অবৈধ পার্কিং অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে চসিকের উদ্যোগে পরিচালিত এক অভিযানে কেন্দ্রীয় শহীদ মিনার ও সাংস্কৃতিক কমপ্লেক্স এলাকায় পার্ক করে রাখা সকল ধরণের যানপরিবহন সরিয়ে দেয়া হয়েছে। এসময় সেখানে বিভিন্ন পণ্য পসরা সাজিয়ে রাখা হকার ব্যবসায়ীদেরকেও তুলে দেয়া হয়।

এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) চাটগাঁ নিউজ টুয়েন্টিফোর ডটকম-এ “উদ্বোধনের আগেই শহীদ মিনার বেদখল” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখিত বক্তব্যে চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অবৈধ পার্কিং ও হকারদেরকে অপসারণের ঘোষণা দিয়েছিলেন।

সকালে চসিক নির্বাহি ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। চৈতী সর্ববিদ্যা চাটগাঁ নিউজকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সড়কে পার্কিং করে রাখা সবধরণের যানবাহন অপসারণ করে দেয়া হয়েছে। এগুলো স্থায়ী নয়, অস্থায়ী পার্কিং। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে হাজার হাজার সাধারণ মানুষ আসবেন। কাজেই আগতদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ এলাকা যানপরিবহন ও হকার মুক্ত করা হয়েছে। এটি চট্টগ্রামের পর্যটন স্পট হয়ে উঠবে। কাজেই এ এলাকার নান্দনিকতা ও মর্যাদা রক্ষার্থে সরকার ও জনগণ প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top