বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অন্যতম সহযোগী লাল লিয়ান সিয়াম বম (৫৭) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে রুমার বেথেলপাড়া থেকে তাকে গ্রেফতার করেন যৌথ বাহিনীর সদস্যরা।
আজ (বুধবার) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে সোপর্দ করা হয় এবং বিচারক মো. নাজমুল হোছাইনের আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) বান্দরবানের রুমা ও থানচিতে দুটি ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের গ্রেফতার হওয়া ৫৪ জন সদস্যকে কারাগারে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই নিয়ে কেএনএফের সদস্যদের গ্রেফতারের সংখ্যা দাঁড়াল মোট ৫৫ জন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী চাটগাঁ নিউজকে বলেন, যৌথবাহিনী সাড়াশি অভিযান চালিয়ে গতকাল রাতে কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম (৫৭) কে গ্রেফতার করা করে। আজ সকালে আদালতে সোপর্দ করা হলে কারাগারে প্রেরণ করেন আদালত।
চাটগাঁ নিউজ/এসবিএন