আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের ১১ নং গেইটের সামনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪) মার্চ বিকালে এ ঘটনা ঘটে। পরে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কিছু গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয়দের মাঝে হাতি আতঙ্ক বিরাজ করেছে।
স্থানীয়রা জানান, বিকালে কেইপিজেড পাহাড়ে আগুনের ঘটনা ঘটলেই রাতে পাহাড়ে অবস্থারত হাতির পাল লোকালয়ে নেমে এসে হামলা ও তান্ডব চালায়। এসব হাতির হামলায় বিগত ১০ বছরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ১৯ জনের অধিক নারী শিশু ও বৃদ্ধের মৃত্যু ঘটেছে। ঘরবাড়ি ভাংচুর করেছে শতাধিক। গত শনিবার হাতির হামলায় এক শিশু নিহত হলে স্থানীয়রা হাতি সরানোর দাবীতে ৬ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
এ ব্যাপারে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, বিকালে হঠাৎ আগুন লাগলে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। আগুনে কিছু গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের ঘটনায় হাতি আতঙ্কের প্রশ্নে এ সহকারী মহাব্যবস্থাপক জানান, এ আগুনের সাথে হাতির সম্পর্ক নেই। আগুন লেগেছে ফ্যাক্টরির সামনে যা কনস্ট্রাকশনের জায়গা।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন