কেইপিজেডের নির্মাণশ্রমিকদের শেডে আগুন

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী দেয়াং পাহাড়ে অবস্থিত কুরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) অভ্যন্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণশ্রমিকদের শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি কক্ষ পুড়ে যায়।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কেইপিজেডের নিজস্ব ফায়ার সার্ভিস ও কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ শ্রমিক মো. মাসুদ আলম বলেন, বিভিন্ন ঠিকাদারের আমরা কয়েকশ শ্রমিক টিনশেড এই ঘরগুলোতে থাকতাম। সকালে দেখি বাসার ভেতর আগুন। আমরা দ্রুত বের হতে পারলেও আমাদের কাপড়চোপড়, মোবাইল ও টাকা পুড়ে গেছে।

জানতে চাইলে কেইপিজেডের এজিএম মুশফিকুর রহমান বলেন, কেইপিজেডে ঠিকাদারী প্রতিষ্ঠানের শেড পুড়ে গেছে। তারা বিভিন্ন ঠিকাদারের কাজ শেষে টিনশেড ঘরগুলোতে থাকতেন।

কর্ণফুলী মর্ডান ফায়ার স্টেশনের ইনর্চাজ সাইদুজ্জামান বলেন, আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারনা করা হচ্ছে, শ্রমিকদের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top