চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে এক কৃষকের রোপণ করা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের আমন ধানক্ষেত রাতের আঁধারে বিষ প্রয়োগ করে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক।
গত ১ নভেম্বর গভীর রাতে দক্ষিণ হাশিমপুর ঘোষ বাড়ি সংলগ্ন বিল এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবিদুর রহমান জানিয়েছেন, দুষ্কৃতিকারীরা তার ৬০ শতক জমিতে ফলানো আমন ধানে গোপনে রাখতে আঁধারে বিষ প্রয়োগ করে, যার ফলে সম্পূর্ণ ধানক্ষেত নষ্ট হয়ে যায়।
কৃষক আবিদুর রহমানের ভাষ্যমতে, আর মাত্র এক মাস পরেই ধান কেটে ঘরে তোলার সময় হতো। এই ৬০ শতক জমিতে আমন ধানের চাষ করতে তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। ফসল তোলার ঠিক আগ মুহূর্তে এমন ঘটনায় তিনি দিশেহারা।
কৃষক আবিদুর রহমান এই জঘন্য কাজের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন। তিনি দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

															
								




