কুমিল্লায় বানভাসিদের ত্রাণ দিল রোহিঙ্গা অ্যাসোসিয়েশন ফিনিক্স

চাটগাঁ নিউজ ডেস্ক : রোহিঙ্গা অ্যাসোসিয়েশন ফিনিক্স, অর্জুনা ইউএসএ- এর অর্থায়নে কুমিল্লায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। , রোহিঙ্গা প্রবাসী নুর কামাল ও মোহাম্মদ করিমের তত্ত্বাবধানে চট্টগ্রামের অভিনয় শিল্পী তারাবানু’র মাধ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

গত শুক্রবার ও শনিবার ২ দিনব্যাপী তারাবানুর টীম ও সাতকানিয়া মির্জারখীল দরবার শরীফের মুরিদান কুমিল্লার খলিলপুর ও হেতিমপুরের সেচ্ছাসেবী টীমের সহযোগীতায় পানি বন্দী ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হয়।

ত্রাণের প্রতিটি বস্তায় চাল, ডাল, তেল, পিঁয়াজ, বুটডাল, মশুরডাল, সাবান, আলুসহ নিত্যপ্রয়োজনীয় ২১ কেজি ওজনের খাদ্য সামগ্রী ছিল।

তারা বানু জানান, এলাকাটি খুবই দুর্গম হওয়ায় প্রচুর মানুষ পানিবন্দী থাকার পরও সেভাবে ত্রাণ পৌঁছেনি। ডিঙ্গি নৌকায় করে ৫০০ পরিবারের মাঝে এক দিনে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। তাই মির্জাখিল দরবারের মুরিদান স্থানীয় মতিন ডাক্তার ও বাকেরুণ ভুইঁয়া হুজুরের সহযোগিতায় ২২ জনের টীমকে মালামালসহ ওই রাতে আশ্রয় দেয়া হয়। তবে বণ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ত্রাণসামগ্রী পেয়ে খুব খুশি এবং উপকৃত হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top