চাটগাঁ নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে কুবি ক্যাম্পাস সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ গুলি ছোঁড়ে।
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘যারা আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার চাই।’
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমেছে।
চাটগাঁ নিউজ/এআইকে