চাটগাঁ নিউজ ডেস্ক: এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের আরেক কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই ইসির অধীনেই হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ সিইসি ও চার ইসি নিয়োগের আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন ইসিতে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সার্চ কমিটির কাছে বিএনপি সিইসি হিসেবে যে দুজনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এ এম এম নাসির উদ্দীনের নাম ছিল। এই পদের জন্য বিএনপি আরেক সাবেক সচিব শফিকুল ইসলামের নাম প্রস্তাব করে।
জানা গেছে, সিইসি পদে নিয়োগ পাওয়া নাসির উদ্দীন অভিজ্ঞ একজন আমলা। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি অবসরে যান। অবসরে যাওয়ার আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ১৯৭৯ ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। তাঁর বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।
সার্চ কমিটি নতুন ইসি গঠনের জন্য যে ১০ জনের নাম প্রস্তাব করেছিল, সেখান থেকে রাষ্ট্রপতি এই পাঁচজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে বেছে নিয়েছেন।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর এক মাসের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর থেকে কোনো নির্বাচন কমিশনার ছাড়াই চলছিল ইসি সচিবালয়।
এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রায় তিন মাস পর গত ৩১ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের সন্ধান করতে আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের জন্য ১০ জনের নাম প্রস্তাব করতে বলা হয়।
গঠনের পর সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসহ সব শ্রেণিপেশার মানুষের কাছে সিইসি ও ইসি হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম আহ্বান করে। গত ৭ নভেম্বর ছিল এই নাম জমা দেওয়ার শেষ দিন। নাম পাওয়ার পর নিজেরা বৈঠক করে সেখান থেকে যাচাই-বাছাইয়ের পর সার্চ কমিটি ১০ জনের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেয়। সেখান থেকেই নতুন ইসি গঠন করে দিলেন রাষ্ট্রপতি।
চাটগাঁ নিউজ/জেএইচ