কুতুবদিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক নারীর

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের কুতু্বদিয়ায় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় মাহিন্দ্রা গাড়িতে থাকা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার লেমশীখালী ও দরবারের মাঝামাঝি ব্রিজের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিলোয়ারা (৪০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেরে মৃত শাহজাহানের স্ত্রী। আহতরা হলেন-হানিফা আক্তার (৩০), আব্দুল্লাহ (৩৫) ও রেজিয়া আক্তার (৩৭)।

তন্মধ্যে হানিফা ও আব্দুল্লাহর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুতুব শরীফ দরবার থেকে যাত্রীবাহী একটি মাহিন্দ্রা গাড়ি দরবার জেটি ঘাটের দিকে যাচ্ছিল। পথে লেমশীখালী চৌমুহনী বাজারের পশ্চিম পাশে ব্রিজ থেকে নামার মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি গাড়ি পেছন থেকে ওভারটেকিং করার সময় ওই মাহিন্দ্রা গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

‎এদিকে বিষয়টি সঠিক নয় দাবি করে কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ জানায়, ভ্রমণে আসা সংশ্লিষ্ট দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক ব্যাচমেটকে দরবার ঘাটে পৌঁছাচ্ছিল। তাদের পেছনে থাকা একটি মাহিন্দ্রা গাড়ি ব্রিজ পার হওয়ার পরপরই সড়কের পাশে পিলারের সাথে ধাক্কা লাগে। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তারা।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য আজ ভোরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে সঠিক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top