বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করেছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল, ব্যাংকের ভোল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকাসহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। তিনি বলেন, রাত নয়টার দিকে কুকি চিনের একটি দল হঠাৎ এসে উপজেলা পরিষদ ঘেরাও করে ১০ জন কর্মরত পুলিশ সদস্য থেকে ১০ অস্ত্র এবং পরিষদে কর্মরত আনসারের কাছ থেকে ৪টি অস্ত্রসহ মোট ১৪ অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি নিয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের ভেতরে থাকা সোনালী ব্যাংকে প্রবেশ করে ভোল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকাসহ ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। তাছাড়াও যাওয়ার সময় মসজিদে নামাজরত মুসল্লিদের মোবাইল মানিব্যাগগুলো ছিনতাই করে নিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি বলেন, বিদ্যুৎ না থাকার সুযোগটি কাজে লাগিয়ে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। অন্তত একশ জনের মতো সশস্ত্র সন্ত্রাসীরা রুমা উপজেলা পরিষদসহ আশপাশের এলাকাগুলো ঘেরাও করে লুটপাট চালিয়েছে। রুমা উপজেলাজুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তাণ্ডব লুটপাটের সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ জড়িত।
রুমার ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, ডাকাত দল সোনালী ব্যাংক লুট করেছে বলে শুনেছি। পুলিশ আনসারের অস্ত্রও লুট করেছে। রুমায় থমথমে অবস্থা বিরাজ করছে।
চাটগাঁ নিউজ/এসএ