কিশোর গ্যাং লিডার নিষিদ্ধ ছাত্রলীগকর্মী ইমন গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হালিশহর থানাধীন সবুজবাগ এলাকার কিশোর গ্যাং লিডার ও নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আফসারুল আলম ইমনকে (২৪) গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।

রোববার (১১ মে) দুপুরে হালিশহরের পাহারিকা স’মিলের পাশে ডিস কোম্পানির বাড়ি থেকে তাকে গেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, যৌন হয়রানিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, ইমনের অত্যাচারে অতিষ্ট ছিল এলাকাবাসী। এলাকায় এমন কোনো দোকান ছিল না যেখান থেকে সে চাঁদা নিতোনা। তার নেতৃত্বে এলাকায় গড়ে উঠে বেশ কয়েকটি কিশোর গ্যাং। যারা ৫ আগস্ট পরবর্তী এখনও দাপিয়ে বেড়াচ্ছে।

জানা গেছে, নগরীর ২৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুস সবুর লিটন ও এলাকার ত্রাস হিসেবে পরিচিত গোলাম সামদানি জনি ওরফে হাড্ডি জনির সহযোগী হিসেবে এমন কোনো অপকর্ম নেই যা সে করেনি। তার গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী। এর বাইরে তার বিরুদ্ধে জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ছাত্র হত্যার অভিযোগে ইমন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটা অভিযোগ আমরা খতিয়ে দেখছি।

চাটগাঁ নিউজ/হাসান/জেএইচ

Scroll to Top