‘কিশোর গ্যাং পুনর্বাসনের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’

চাটগাঁ নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ বিশেষভাবে সুযোগ সুবিধা নিতে কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসীদের পুর্নবাসন করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক রাসেলপন্থীরা।

কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও সমন্বয়ক রাসেল আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রবিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন এই হুঁশিয়ারি দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে ঢাল হিসেবে ব্যবহার করে কিশোর গ্যাংয়ের কেউ যদি ‘ঘুরঘুর করে, চাঁদাবাজি করে, ইভটিজিং করে’ তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এরআগে শনিবার (১১ জানুয়ারি) জুলাই ঘোষণাপত্রের প্রচারণায় আসেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। নগরের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ শেষে নগরের ওয়াসা মোড়ের একটি ভবনের পাঁচতলায় যান মাসউদ-রাসেলসহ অন্যান্যরা। সেখানে তারা একটি সভা করেন। সেখানেই আরেক সমন্বয়ক রিজাউর ও অন্যান্যরা মাসউদ-রাসেলকে অবরুদ্ধ করে হামলা করেন বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব সমন্বয়ক রাসেলের সংবাদ সম্মেলন চলাকালে রাফি-রিজাউর উপস্থিত হলে আবারো উভয়পক্ষ জড়ায় হাতাহাতি-বিতণ্ডায়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top