চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে কিশোর অপরাধীচক্রের (কিশোর গ্যাং) ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর হামজারবাগ ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সবার বয়স ১৬ থেকে ১৭-এর মধ্যে। কেউ শিক্ষার্থী আবার কেউ দোকানের কর্মচারী। তারা সবাই এমবিএস (মোহাম্মদপুর বয়েস সিন্ডিকেট) সদস্য।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বসে আড্ডা দেয়। নিয়মিত মারামারি করে। পাড়া-মহল্লার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করে। হামজারবাগে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় গত মঙ্গলবার থানায় একটি মামলা হয়েছে। এর পর তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়।
পাঁচলাইশ থানার মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
চাটগাঁ নিউজ/এসএ