পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার আলকরণ এলাকায় দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষে স্থানীয় কাউন্সিলরের সহকারী মো. সালাউদ্দিন আহত হয়েছেন। এসময় একাধিক দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে আলকরণ দুই নম্বর গলিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত মো. সালাউদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সহকারী। তিনি বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, আলকরণে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ