চাটগাঁ নিউজ ডেস্ক : ধূমপান করাকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয় এলাকার কিশোরদের দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে বুকে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে সাবেক এক যুবদল নেতার।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
নিহত মুহাম্মদ আলমগীর (৪৫) উপজেলার উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নে।
স্থানীয়রা জানান, নিজ গ্রামে আলমগীরের একটি মুরগীর দোকান আছে। সেই দোকানের সামনে ধূমপান করাকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয় এলাকার ১৫-১৬ বছর বয়সী কিশোরদের দু’গ্রুপ, যারা সংখ্যায় প্রায় ১৫ জন ছিলেন। মারামারি দেখে দোকান থেকে বের হয়ে থামাতে গিয়েছিলেন আলমগীর। মারামারির মধ্যে তার বুকে একটি ঘুষি লাগে। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অপারগতা জানালে নগরীর আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঘটনা শুনে পুলিশ সেখানে গিয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, মারামারির মধ্যে বুকে আঘাত পেয়েছিলেন ওই ব্যক্তি। এতে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবার মামলা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হৃদ্রোগের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে বলে জানান ওসি।
চাটগাঁ নিউজ/এস